সিলেটবাসীর সঙ্গে বৈষম্যের প্রতিবাদ, সড়ক বন্ধ করে আরিফুল হকের নেতৃত্বে গণ-অবস্থান
প্রকাশ তারিখ: নভেম্বর 2025
সিলেটবাসীর সঙ্গে উন্নয়ন বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে নগরের একটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে গণ-অবস্থান কর্মসূচি শুরু করেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নিয়েছেন।
‘সিলেট আন্দোলন’-এর ব্যানারে কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘সিলেটের সঙ্গে উন্নয়ন নিয়ে চরম বৈষম্য করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা রাজপথ দখলে নিলাম। সরকারের যৌক্তিক জবাব না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সরকারের সুস্পষ্ট কোনো ঘোষণা ছাড়া কেউ রাজপথে ছেড়ে যাবেন না। যেহেতু সরকারের স্থানীয় প্রতিনিধি হচ্ছেন জেলা প্রশাসক, তাই তাঁর কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি (জেলা প্রশাসক) সরকারের সঙ্গে সিলেটবাসীর দাবির বিষয়ে আলোচনা করে নিশ্চয়ই সমাধানের একটা যৌক্তিক সিদ্ধান্ত দেবেন।’
এর আগে নগরের কুমারপাড়া এলাকার নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন আরিফুল হক চৌধুরী। ওই সভা থেকে সিলেট অঞ্চলের ন্যায্য দাবি আদায়ে ‘সিলেট আন্দোলন’ নামে একটি সর্বজনীন প্ল্যাটফর্ম গঠন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন।
class="img-fluid"
alt=""আমি যদি নির্বাচিত হই, এক বছরের মধ্যে দেখবেন তিন উপজলার অন্যরকম চিত্র"" />
"আমি যদি নির্বাচিত হই, এক বছরের মধ্যে দেখবেন তিন উপজলার অন্যরকম চিত্র"
গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয়তাবাদী দলের কারা নির্যাতিত শহীদ জিয়ার আদর্শের সকল নেতাকর্মীর সম্মানে আয়োজিত...
আরও পড়ুন
class="img-fluid"
alt=""আমি কাজপাগল মানুষ, কাজ ছাড়া আমি বসে থাকতে পারি না"" />
"আমি কাজপাগল মানুষ, কাজ ছাড়া আমি বসে থাকতে পারি না"
সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে শ্রমিক সমাবেশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফ...
আরও পড়ুন